যখন কোন দুর্ঘটনা ঘটে তখন কি আপনি সুধু এর ক্ষয়ক্ষতির কথায় চিন্তা করেন? হুম স্বাভাবিক কিন্তু এমন অনেক দুর্ঘটনা ঘটে যেগুলো ক্ষয়ক্ষতির তুলনায় আনন্দ বেশী দেয়। যেমন আপনার বন্ধু ধপাস করে চেয়ার থেকে পড়ে গেলো। আবার কেউ বাইসাইকেল চালাতে গিয়ে উল্টায়া পড়ল। তখন তো আপনি দুঃখ পাবার আগে পেট ভরে হাসবেন তারপর তাকে সাহায্য করবেন।তো চলুন আজকে আপনাদের এমন কিছু মজার মজার ছবি দেখাবো যেগুলো দুর্ঘটনা ঘটার মাত্র ১ সেকেন্ড আগে ওঠানো হয়েছে-
১। রাস্তার কাদায় মাখামাখি হবার ঠিক আগের মুহূর্ত

২। ছবিটা ঠিক এমন সময় ওঠানো হয়েছে যখন বেচরা ভাবছে “ইস এর থেকে বাড়িতে বসে থাকা ভালো ছিল


৩। ঠিক সেই মুহূর্ত যখন আপনার মনে হয় যে, আপনার পিছে বসা মানুষটি একটি গাধা।

৪। ইস বেচারা, কে বলেছিল দোলনা থেকে ঝাপ দিতে


৫। এমন ছাগলের শিঙের গুত খাওয়ার ইচ্ছা আছে নাকি আপনার? আর গুত খাওয়ার আগে মেয়েটার এক্সপ্রেশন টা একটু দেখেন


৬। ফেসবুকে ফেমাস হবার ঠিক আগের মুহূর্ত


৭। কখনো সুইমিং পুলের কাছে দারিয়ে আড্ডা দিবেন না

৮। যখন আপনার পুরনো চশমাটি আর ভালো লাগবে না

৯। এটি ওর জীবনের সেরা একটি মুহূর্ত হবার ঠিক আগের ক্লিক

১০। এর পর থেকে তারা গাড়ি নিয়ে বের হবে বলে ভেবেছে


১১। লোকটার হাসিটা বন্ধ হবার ঠিক আগের মুহূর্ত

১২। সে আর জিবনেও সাইকেল চালাবে না।

১৩। আমি আর কখনোই ফুটবল খেলবো না, কথাটি ওনার


১৪। উনি তখনো বুঝে উঠতে পারিনি যে, ব্যথাটা কতটা ভয়ংকর হতে পারে


১৫। বেচারা কতোই না কষ্ট করে কেকটা বানিয়েছিল


কেমন লাগলো আজকের মজার মজার সব ছবিগুলো? আপনি চাইলে আপনার কাছে জমা এমন কিছু ছবি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সেগুলো পোস্ট করবো ///
post by BIKRAM MISTRY
No comments:
Post a Comment